বাঁশদ্রোনীর এক গলিতে বসে খুবই প্রত্যক্ষ বাবা | নাম মহাক্ষয় | স্বরণার্থীদের কথা অনুযায়ী মহাক্ষয় বাবা নাকি সমাজের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করেন তাঁর শিষ্যদের | বাবার চোখ দেখে বোঝা দায় এত হাই কোয়ালিটির গাঁজা কে সাপ্লাই করেন বাবাকে | টকটকে লাল চোখ,গলায় রুদ্রাক্ষের মালা,গায়ে শতছিন্ন ফতুয়া পড়ে বাবা বেশ সমীহ আদায় করে নেন ভক্তদের থেকে | আবার অনেকে ইভিল ডেড বা কনজিউরিং দেখে একা বাথরুমে যেতে ভয় পেত তাঁরাও বাবার এরকম ভয়ংকর লুককে উপেক্ষা করে ভক্তি এবং বিশ্বাস সঞ্চয় করে অনেকের পিছনে অপেক্ষা করতো বাবার চরনযুগল স্পর্শের আশায় | এনারা সেই সম্প্রদায়ের মানুষ যারা ভুতের গল্প পড়ে বিছানার তলায় চিরুনীতল্লাশি চালান আবার পিকে দেখে গাড়ির ব্যাকসিটে নিজের সন্দেহপ্রবনতাকে উস্কানি দেন |
আবালবৃদ্ধবনিতা প্রায় সবাই বাবার ভক্ত | সোশ্যাল মিডিয়া ছাড়া যে এত ফ্যান ফলোয়ার বাড়ানো যায় সেটা একমাত্র বাবাকে দেখলে বোঝা যায় | বিবাহযোগ্যা কন্যার মাঁঙ্গলিক দোষ,শিক্ষিত বেকার যুবকের চাকরির অ্যাপোয়েন্টমেন্ট লেটার,ছেলেমেয়ের পরীক্ষার ভালো ফলাফল,শরীরের কঠিন ব্যাধি,গৃহদোষ - এই সবকিছুর অ্যান্টিবায়োটিক মহাক্ষয় বাবা | বাবার শিঁকড়,মূল,ধাগা,পাথরের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই | ১০০% সাফল্যের গ্যারান্টি আগে পাঠফাইন্ডার এবং ছাঁয়া প্রকাশনীর কপিরাইট ছিল | বাবার অব্যার্থ অ্যান্টিবায়োটিক এখন তাঁদেরও প্রতিদ্বন্দী | কেউ কেউ আবার তাঁদের বিবাহ বহির্ভূত সম্পর্কের উপর থেকে সন্দেহপ্রবন গৃহিনীর শনির দৃষ্টি থেকে মুক্তি পেতে বাবার কাছে আসেন | বাবার একপিস সিঁদুরে রাঙানো জবার যে অসীম ক্ষমতা | কেউ আবার আসে অসুরক্ষিত ভালোবাসার স্যাম্পেলকে নষ্ট করতে | শুক্রাণু এবং ডিম্বাণুর একটা ফ্রেন্ডলি ম্যাচের ফলাফলের জন্যে কেনো এত টাকা খরচা করে ডাক্তারবাবুর কাছে যাবেন আপনি? তাঁছাড়া সমাজে একটা চক্ষুলজ্জার ভয় তো আছেই,কি বলুন? তাঁর চেয়ে যদি অল্প টাকায় বাবার মূলে আপনার গর্ভেরটা সমূলে নিপাত যায় যাক না | সবার হৃদয়ে শ্রদ্ধার পাত্র হয়ে বাবার অবাধ বিচরন | বিকেলের দিকে বাবাকে নিয়ে স্লোগানে আবেগাপ্লুত হয়ে যায় ভক্তেরা "বিধাতার লেখন খণ্ডাবে কে?,মহাক্ষয় বাবা আবার কে" | অনেক শিক্ষিতরা ভীড় করছে বাবার সাথে সেল্ফির আব্দারে | বাবাও বেশ অমরীশ পুরী লুক নিয়ে দেদার সেল্ফি তুলছেন | আপলোড হচ্ছে ফেসবুকে আর ইন্সটাগ্রামে | শত শত লাইকে আর কমেন্টে বেড়ে চলেছে বাবার ফ্যান ফলোয়ার | সকলের ভাগ্যবদলের সাথে সাথে বাবার ভাগ্যবদল হচ্ছে | কুসংস্কার যে বড় ছোঁয়াচে অসুখ |
আজ রবিবারের সকালে বাবার কাছে অনেক ভক্ত হাজির হয়েছেন | আজকের সকালটা অন্য দিনের থেকে একটু আলাদা | বাবার অব্যার্থ অ্যান্টিবায়োটিক আজ নাকি বিফলে গেছে | অনেকে তাই উষ্মা প্রকাশ করছেন | দিলীপ কুন্ডুর ছেলেকে পাস করানোর জন্যে যে মূল দিয়েছিলেন তাঁর মূল্য নাকি পাননি দিলীপবাবু,মাধবী বোসের মেয়ের বিয়ের জন্যে যে তাবিজ দিয়েছিলেন তা বীজ বপনে ব্যার্থ | এরকম আরোও প্রচুর অভিযোগ | কিন্তু আজ এতগুলো অভিযোগ নথিভুক্ত করতে বাবার শরীর সায় দিলো না | হঠাৎ অসাড় হয়ে রক্তবমি হতে লাগলো বাবার | এতজনের দুর্ভাগ্য বদলের দায় নিয়ে বাবার শরীর আজ বাবার ভাগ্যবদলের আন্দোলনে সক্রীয় হল |
সমাপ্ত
© FB.com/aninda.chowdhury.5