চোখের সামনে থেকে হঠাৎ ই পান পাতা দুটো সরে গেলো, চোখের সামনের সেই বহু অনিচ্ছার অবয়ব টা যে সত্যিই বহু অনিচ্ছার তা এখনো নিজেকে ছাড়া আর কাউকেই বলে ওঠা হয়নি।
আচ্ছা ! এখন ক টা বাজে...? উম! মনেহয় ১২:৩০ , এই যা!
রুদ্র কে তো বলাই হয়নী আজ রাতে আর On line থাকবো না, ও আবার আমার Online হওয়ার অপেক্ষায় জেগে বসে থাকবে না তো,,,,?
চোখের সামনে থেকে হঠাৎ ই পান পাতা দুটো সরে গেলো,
বহু ইছার সেই পাগল টার কথা অনুপমার কাউকেই বলা হয়নি। এখনো সে তার সবথেকে বড় গোপনীয়তা।
চোখের সামনে থেকে হঠাৎ ই পান পাতা দুটো সরে গেলো,
এবার মুখটা ভালো করে দেখা যাচ্ছে, আচ্ছা.. এতো কি ভাবছে ও , আমার চোখের দিকে তো তাকাছেই না ! হয়ত লজ্জা পাচ্ছে তাকাতে । আচ্ছা ওর চোখে জল কেনো.! ওর কি এতো আলোর জন্য তাকাতে সমস্যা হচ্ছে ,,? মনে হচ্ছে আজ মা বাবা কে ছেরে যেতে হবে বলে মন খারাপ..হুম তা তো একটু হবেই ... আচ্ছা আমার কি জিজ্ঞাসা করা ঠিক হবে..? কি ভাবে কথা শুরু করবো..? না থাক , চোখে জল থাকা টা হয়তো স্বাভাবিক , বুঝতে পারছি ও ওর মা বাবা কে খুব ভালো বাসে । পরে গাড়িতে যাওয়ার সময় কিছু একটা বলে কথা শুরু করবো ।
চোখের সামনে থেকে হঠাৎ ই পান পাতা দুটো সরে গেলো,
বা: বৌমা কে তো ভালোই সাজিয়েছে , বা: বৌমা কে গয়না ও ভালোই দিয়েছে ..
বেয়াই মসাই ওই দিকে কোথায় চললেন ...?
এই একটু আপনার বেয়ান এর খবর নিয়ে দেখি কি করছে..!
এখানে বড্ডো সানাই এর আওয়াজ কিছুই সোনা যাচ্ছে না তাই ওই দিকে গিয়ে একবার ফোন করে দেখি !
......... হ্যালো অনু , শুনতে পাচ্ছো...?
......... রাতে তোমার খাওয়ার পরের
পায়ে ব্যাথার ওষুধ টা
খেয়েছো.....?
পান পাতা দুটো হঠাৎই সরে গেল.....।
সমাপ্ত
© FB.com/suvankhar.garai