আজ সকাল থেকে ব্যস্ততার শেষ নেই সোনাগাছি তে। ভোর থাকতে থাকতে ঘুম থেকে উঠে পড়েছে সবাই-----শেফালী, জুই, মালতী, টগর। জায়গাটাকে সুন্দর করে গোবর দিয়ে নিকিয়েছে,তারপর ফুল জোগাড় করা, আবির দিয়ে ভারতের মানচিত্র তৈরি করা---------কত্তো কাজ । একদিকে মঞ্চ বাঁধার কাজ চলছে। সন্ধ্যেবেলা মহল্লার ছোট ছোট বাচ্চারা দেশভক্তির ওপর অনুষ্ঠান করবে।
ফুলকে টুকরো টুকরো করে ছিড়ে, সেই টুকরো গুলোকে তিন রঙা কাপড়টার মধ্যে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছিলো জুই ।
হাসতে হাসতে এগিয়ে এলো শেফালি---" কিরে,অন্যদিন তো বেলা দশটার আগে গতর নাড়িস না। আজ এতো সকালেই যে স্নান করে নিলি বড়ো?"
"কাল অনেক রাত পর্যন্ত পাপ ঘেটেছি রে "---কাজ করতে করতে মাথা তুললো জুই---"ঐ নোংরা শরীর নিয়ে এই তিন রঙা কাপড়টাতে হাত দিতে মন চাইলো না।"
মাসি এককোণে বসে বসে সব লক্ষ্য করছিলো । পাকাপোক্ত হিসেবী মহিলা । ধীরে ধীরে এগিয়ে এলেন----"বলি হ্যা গো বাছারা, তোদের কি এইসব করলে মানায় লা সারাদিন তো এইসব করে ক্লান্ত হয়ে পড়বি। রাতে যখন বাবু আসবে তখন কাপড় খসানোর মুরোদ থাকবে তো??"
হাসতে হাসতে এগিয়ে এলো টগর-------" একদিনই তো মাসি,আজ আমাদের একটু স্বাধীনতার হাওয়া গায়ে লাগাতে দাও না? কাল থেকে আবার তো সেই পরাধীন জীবন"....................
সমাপ্ত
© FB.com/debkamal.chakroborty