মনে পড়ে আমায়?
আমার তো বেশ মনে পড়ে।
মনে হয় বুঝি সেদিনের কথা।
মেট্রোয় দেখা হওয়া, প্রথম বারের মতো।
তুমি এসেছিলে গ্রাম থেকে, শহরে।
সেবার, তোমার প্রথম মেট্রো চড়া।
ভিড়ে ঠাসাঠাসি,
আছি পাশাপাশি,
আলতো পরশ,
চকিত দৃষ্টি,
হায়, আজ বুঝি সবই স্বপ্ন মনে হয়।
তুমি নেমে গেলে, আমিও নামলাম।
একটা ঠিকানার খোঁজ জানতে চেয়েছিলে।
সেই শুরু।
তারপর, দেখা হতো প্রায়ই।
একই মেট্রো, একই সময়।
তারপর?
আদান - প্রদান।
ফোন নাম্বার,
টিফিন বাক্স,
পুলকিত মন,
অবসর সময়,
হায়, আজ বুঝি সবই স্বপ্ন মনে হয়।
তবুও, মনে কি পড়ে আমায়?
আমার তো বেশ মনে পড়ে।
দুটো স্বপ্ন।
একসাথে মিশে, আবার আলাদা হয়ে যাওয়া দুটো স্বপ্ন।
দুটো হৃদয়।
একই তালে ছন্দবদ্ধ হতে চেয়েও না পারা দুটো হৃদয়।
আজও, মনে কি পড়ে আমায়?
আমার তো বেশ মনে পড়ে।
সমাপ্ত
© FB.com/swagata.ghosh3