ঈশ্বর নামে সর্বশক্তিমান--
কেউ কোত্থাও সত্যি আছেন কিনা;
সন্দেহ জাগে! যখন ধর্মপ্রাণ
মানুষকে মারে বিধর্মীদের ঘৃণা!
ঈশ্বর তাকে বাঁচাতে যাননা কেন?
কী কারণে তবে ভক্তরা তাঁকে ডাকে?
আমাদের নেই কোন কাণ্ডজ্ঞানও!
ঈশ্বরজ্ঞানে কত মানি বাবা-মাকে?
ঈশ্বর নাকি খুব নীরবতা প্রিয়;
তাঁর ধ্যানযোগে কখনো পড়েনা ছেদ!
ঈশ্বর যদি এক ও অদ্বিতীয়,
মানুষে মানুষে কিসের ধর্মভেদ?
ঈশ্বর আছেন, নাকি পরিকল্পিত?
হয়ত আছেন, হয়ত মনের ভ্রম ও!
থাকলেও তিনি ধনীরই অর্ঘ্যে প্রীত!
গরীবের কাছে তিনি মরিচিকাসম!!
গরীবগুর্বো ভুল ক'রে তাঁকে ডাকে;
দীনের দেবতা সত্যি কোথাও নেই!
তাদের খাটান তিনি দড়ি দিয়ে নাকে;
তাঁর মাহাত্ম্য ধনীদের জন্যেই!
সমাপ্ত
© FB.com/swapan.samaddar.7923