Fire Chole Jao - A bengali poem

Jolchobi

ফিরে চলে যাও

পারমিতা চ্যাটার্জী

পারোনি দিতে জীবন আমায়
দিয়েছ শূন্য মরুদ্যান --
মন দিতে পারোনি --

মন নিয়ে খেলেছ ছিনিমিনি --। আজ তুমি বড় অসাহায়--
আমিও যে অসহায় -
মিটিয়ে ফেলেছি সব দায়--।
জীবনের চঞ্চল নদীতে
এককোনে নিঃসঙ্গ মরুভূমিতে
কাটিয়েছি নির্জনতায় --
আজ কেন এসেছ আবার?
ফিরে যাও ফিরে যাও চলে--।
শূন্য আমার ঝুলি-
ফুরিয়েছে সব --
তোমায় দেবার মতো কিছু যে নেই আর--।
যেটুকু ছিল বাকি মিটিয়ে দিয়েছি দেনা
বয়ে যাওয়া নদীর স্রোতের সাথে--
আজ আর বাকি কিছু নেই --
তুমি যাও ফিরে যাও চলে--।
সময় গিয়েছে বয়ে অনেক দূরে
মরে যাওয়া মনে শুধু চোরা বালির স্তর--
জীবনের বোঝা সব দিয়েছি নামিয়ে--
যত ব্যাথা, বেদনা, যন্ত্রনা,জমা অভিমান --
যত গোপন কান্না ফেলেছি ধুয়ে মুছে--
আজ আর কিছু বাকি নেই --।
ঘাটে এসে লেগেছে তরী --
আমিও যাবো এবার চলি--
ফিরে যাও, ফিরে যাও চলে এবার--।

সমাপ্ত

© FB.com/paromita.chatterjee2



Facebook Twitter Google Digg Reddit LinkedIn Pinterest StumbleUpon Email



~~ জলছবি ~~